তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অধিকার নেই: বেইজিং
2021-12-29 16:17:46

ডিসেম্বর ২৯: আজ (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান-বিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা সিয়াও কুয়াং বলেন, তাইওয়ান চীনের অভ্যন্তরীণ ব্যাপার, যুক্তরাষ্ট্রের এতে হস্তক্ষেপের অধিকার নেই।

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা বিলে চীন সম্পর্কে  নেতিবাচক ও উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। তাইওয়ানের সঙ্গে সামরিক সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে এবং তাইওয়ান কর্তৃপক্ষ একে স্বাগতম জানিয়েছে।

 

এ প্রসঙ্গে মুখপাত্র মা সিয়াও কুয়াং বলেন, তাইওয়ান চীনের অভ্যন্তরীণ ব্যাপার, যুক্তরাষ্ট্রের এতে হস্তক্ষেপ করার অধিকার নেই। তাইওয়ান নিয়ে যে কোন মার্কিন বিলের বিরোধিতা করে বেইজিং। কোন ব্যক্তি ও শক্তি চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় বাধা দিতে পারবে না।

 

যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে স্বাধীন তাইওয়ান অর্জনে তাইওয়ান কর্তৃপক্ষের সব অপচেষ্টা ব্যর্থ হবে বলেও সতর্ক করে দিয়েছেন এ মুখপাত্র। (শিশির/এনাম/রুবি)