রপ্তানি প্রশাসন-সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করেছে চীন
2021-12-29 15:07:06

ডিসেম্বর ২৯: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (বুধবার) রপ্তানি প্রশাসন-সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করেছে। চীন প্রথমবারের মতো এ শ্বেতপত্র প্রকাশ করেছে।

 

শ্বেতপত্রটি সার্বিকভাবে চীনের রপ্তানি প্রশাসনের দৃষ্টিভঙ্গি, ব্যবস্থা ও অনুশীলন তুলে ধরেছে। বিশ্ব শান্তি ও উন্নয়ন, দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার উদ্যোগ ব্যাখ্যা করেছে।

 

শ্বেতপত্রে বলা হয়েছে, বর্তমান বিশ্ব শত বছরের পরিবর্তনের সম্মুখীন। অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা বেড়ে উঠেছে। বিশ্ব শান্তি হুমকির মুখে। তবে বিভিন্ন দেশ রপ্তানি প্রশাসনের ওপর গুরুত্বারোপ এবং নানা নীতিমালা প্রণয়নের মাধ্যমে রপ্তানি প্রশাসন জোরদার করছে।

 

তাতে আরো বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ এবং বিশ্ব পণ্য বাণিজ্য ও প্রক্রিয়াজাত শিল্প ক্ষেত্রের বৃহত্তম দেশ হিসেবে চীন বরাবরই বিশ্ব শান্তি ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণের নীতিতে  অটল থেকে নিজের ভূমিকা পালন করে আসছে। (রুবি/এনাম/শিশির)