ডিজিটাল আইনে মামলা হলেই গ্রেফতার হন না সাংবাদিক: আইনমন্ত্রী
2021-12-29 20:03:30

ডিসেম্বর ২৯: বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে তদন্ত বিধান যুক্ত করা হয়েছে, যার ফলে এখন এই আইনে কোনও সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলেই সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয় না; আগে যাচাই-বাছাই করা হয়। 

বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি এই আইন।

সোশ্যাল মিডিয়া এখন সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। 

তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের কারণে এখন সবাই সাংবাদিক হয়ে গেছেন। সবাই সাংবাদিক হয়ে যাওয়ার কারণে প্রকৃত সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। যারা পড়ালেখা করে, কাজ করে এই পেশায় আছেন তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কারণে কোণঠাসা অবস্থায়।” 


 রহমান/শান্তা