তাইওয়ানের স্বদেশীদের আরো বেশি কল্যাণ করবে বেইজিং: রাষ্ট্রীয় পরিষদ
2021-12-29 15:53:20


ডিসেম্বর ২৯: আজ (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান-বিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা সিও কুয়াং জানান, কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসম্মেলনের চেতনা তাইওয়ান প্রণালীর দুপারের সমন্বিত উন্নয়নের মাধ্যমে তাইওয়ানের স্বদেশীদের আরো বেশি কল্যাণ নিশ্চিত করবে। 


তিনি বলেন, কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসম্মেলন চলতি মাসে আয়োজিত হয়েছে। এতে বলা হয়, দেশের মূল-ভূখণ্ডের অর্থনৈতিক দীর্ঘমেয়াদী সুষ্ঠু পরিস্থিতির পরিবর্তন হবে না। সেসঙ্গে নতুন বছরে দেশের অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের দিক-নিদের্শনা দেয়া হয় সম্মেলনে।


পাশাপাশি, নতুন উন্নয়নের ধারনা ধারন করে উন্মুক্তকরণ ও সংস্কারের সার্বিক সম্প্রসারণ করতে হবে এবং উদ্ভাবনী উন্নয়ন ও উচ্চ গুণগত মানের উন্নয়ন বজায় রাখতে হবে। 


মুখপাত্র বলেন, ‘কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসম্মেলনের চেতনা আমাদের অনুসরণ করতে হবে। তাইওয়ান প্রণালীর দুপারের বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণ এবং দু’পারের সমন্বিত উন্নয়ন গভীরতর করতে হবে। তাইওয়ানের স্বদেশীদের সঙ্গে আরো বেশি উন্নয়নের সুযোগসুবিধা শেয়ার করতে হবে’। 

(আকাশ/এনাম/রুবি)