ইরান-পরমাণুচুক্তি পুনরুদ্ধারের আলোচনা সঠিক পথে এগুচ্ছে: তেহরান
2021-12-29 10:53:57


ডিসেম্বর ২৯: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গতকাল (মঙ্গলবার) তেহরানে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান ইরান-পরমাণুচুক্তি পুনরুদ্ধারের  আলোচনা সঠিক পথে এগুচ্ছে।

তিনি বলেন, অষ্টম দফার এ আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা ‘যৌথ প্রস্তাবের’ ওপর গুরুত্বারোপ করছেন। আলোচনায় অংশগ্রহণকারী অন্যান্য পক্ষও এই প্রস্তাব নিয়ে সৃষ্ট মতভেদগুলো দূর করার ওপর গুরুত্বারোপ করছে। আর এতে ইতিবাচক সমন্বয়কারীর ভূমিকা পালন করছে ইউরোপীয় ইউনিয়ন।  

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি বিভিন্ন পক্ষ দৃঢ়প্রতিজ্ঞা ও আন্তরিকতার পরিচয় দেয়, তবে অদূর ভবিষ্যতে আলোচ্য বিষয়ে মতৈক্যে পৌঁছানো সম্ভব হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচিসংশ্লিষ্ট সার্বিক চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই চুক্তি থেকে বের হয়ে যায় এবং ইরানের ওপর নতুন ধারাবাহিক নিষেধাজ্ঞা জারি করে। এতে চুক্তিটি প্রায় অকার্যকর হয়ে পড়ে। পরে, যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর, ২০২১ সালের এপ্রিল থেকে ভিয়েনায় ইরান-পরমাণুচুক্তি পুনরুদ্ধার নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা শুরু হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)