শান্তিপূর্ণভাবে মহাকাশ ব্যবহার করছে চীন: মুখপাত্র
2021-12-29 19:18:13

ডিসেম্বর ২৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে চীনা মহাকাশ স্টেশন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

তিনি  বলেন, ১৯৬৭ সালের মহাকাশ চুক্তি অনুযায়ী, প্রতিটি দেশের ব্যক্তিগত কোম্পানি মহাকাশে সব কার্যক্রম পরিচালনা করে। ফলে যে কোনো দেশের ব্যক্তিগত কোম্পানির  দায়দায়িত্বও সেদেশের সরকারকেই নিতে হয়। মহাকাশে কেউ কেউ চীনের নভোচারীদের নিরাপত্তা হুমকির কথা নাকচ করে দিয়ে চীনের স্বাভাবিক মহাকাশ কার্যক্রমকে বিকৃত করে উপস্থাপন করছে।  এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মনোযোগ অন্য দিকে সরিয়ে দিতে চায়। 

চাও লি চিয়ান জোর দিয়ে বলেন, চীন মানবজাতির জন্য কল্যান বয়ে আনার মনোভাব নিয়ে শান্তিপূর্ণভাবে মহাকাশ ব্যবহার করছে। চীনের কার্যক্রম মহাকাশ আইনের বাইরে নয়। সবদেশের উচিত্ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে মহাকাশে আন্তর্জাতিক শৃঙ্খলাকে সম্মান ও রক্ষা করা। এ বিষয়ে সব দেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখতে চায় চীন। (শিশির/এনাম/রুবি)