রাশিয়াকে দেয়া ন্যাটোর সামরিক হুমকি দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কারণ: রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী
2021-12-28 19:03:00

ডিসেম্বর ২৮: রাশিয়াকে দেয়া ন্যাটোর সামরিক হুমকির কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে বলে জানিয়েছেন রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী।

 

সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাশিয়া ন্যাটোর সঙ্গে আন্তরিক ও গঠনমূলক বৈঠক প্রত্যাশা করে। রাশিয়ায় বিদেশী দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

 

তিনি বলেন, স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকে রাশিয়া বরাবরই ন্যাটোর সঙ্গে নতুন ধরণের সম্পর্ক এবং স্থিতিশীল ও সমতাসম্পন্ন ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা গঠন করতে চায়। তবে ন্যাটোর দীর্ঘকালের সংলাপ ও সামরিক হুমকির মিশ্র-পদ্ধতি রাশিয়াকে এক্ষেত্রে অগ্রসর হতে দেয়নি।

 

রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটো অধিকতরভাবে রাশিয়াকে সামরিক হুমকি দিয়ে আসছে, এটি বর্তমানে রাশিয়া ও ন্যাটোর মধ্যকার সম্পর্কের অবনতির মূল কারণ।

 

 

(রুবি/এনাম/শিশির)