সমুদ্রে পারমাণবিক বর্জ্যপানি নিক্ষেপের জাপানি সিদ্ধান্ত অগ্রহণযোগ্য: চীনা মুখপাত্র
2021-12-28 10:58:51

ডিসেম্বর ২৮: সমুদ্রে পারমাণবিক বর্জ্যপানি নিক্ষেপের যে-সিদ্ধান্ত জাপান সরকার নিয়েছে, তা খোদ জাপানে ও  আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পায়নি। জাপান সরকার উটপাখির মতো মাটিতে মাথা গুজে এ সত্য অস্বীকার করতে চাচ্ছে। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, জাপান সরকার বৈজ্ঞানিক পদ্ধতিতে ও স্বচ্ছতার ভিত্তিতে ফুকুশিমার পারমাণবিক বর্জ্যপানি ব্যবস্থাপনার কথা বলে আসছে। কিন্তু আন্তর্জাতিক সমাজ তা বিশ্বাস করে না।

মুখপাত্র জোর দিয়ে বলেন, সম্প্রতি চীন দ্বিপাক্ষিক চ্যানেলের মাধ্যমে সমুদ্রে বর্জ্যপানি ফেলার জাপানি প্রস্তুতির তীব্র বিরোধিতা ও উদ্বেগ প্রকাশ করেছে। জাপানের উচিত প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক সমাজের উদ্বেগকে আমলে নেওয়া এবং সমুদ্রে বর্জ্যপানি ফেলার আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসা।  (প্রেমা/আলিম/ছাই)