চীনা নভোচারীদের জীবনকে গুরুতর হুমকির মুখে ফেলেছে যুক্তরাষ্ট্র
2021-12-28 18:25:39


ডিসেম্বর ২৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র মহাকাশে দায়িত্বশীল আচরণের কথা বার বার উল্লেখ করলেও, তারা আন্তর্জাতিক মহাকাশ চুক্তির বাধ্যবাধকতা উপেক্ষা করে চীনা নভোচারীদের জীবনের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে, তা একেবারেই দ্বৈত-নীতির বহিঃপ্রকাশ।

 

মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের জাতিসংঘ কমিটির ওয়াবসাইটের তথ্য অনুযায়ী, গত ৩ ডিসেম্বর ভিয়েনায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনা স্থায়ী প্রতিনিধিদলটি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাত করে।

 

সাক্ষাতে তারা মহাসচিবকে জানায়, মার্কিন স্পেসএক্স কোম্পানির উত্ক্ষেপিত স্টারলিঙ্ক স্যাটেলাইট জুলাই ও অক্টোবর মাসে দু’বার চীনা মহাকাশ স্টেশনের নিকটি পৌঁছে চীনা নভোচারীদের জীবনের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

 

চীনা প্রতিনিধিদল আরো জানায়, ওই সময় নিরাপত্তার কারণে চীনা স্টেশন সংঘর্ষ এড়াতে জরুরি ব্যবস্থা নিয়েছে। চীন সরকার ৩ ডিসেম্বরই মহাসচিবকে এ সম্পর্কে অবহিত করে তাঁকে সংস্থাটির সদস্য দেশসমূহকে জানানোর অনুরোধ জানায়।

 

চাও লি চিয়ান বলেন, মহাকাশে অনুসন্ধান ও তার শান্তিপূর্ণ ব্যবহার হলো মানব জাতির অভিন্ন কর্তব্য। চীন মানব জাতির কল্যান বয়ে আনতে শান্তিপূর্ণভাবে মহাকাশে অনুসন্ধান চালিয়ে আসেছে।

 

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের উচিত্ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে মহাকাশ ব্যবস্থাকে সম্মান করা, এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া, এবং নভোচারী ও মহাকাশযানের নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল মনোভাব পোষণ করা। (শিশির/এনাম/রুবি)