শেনচৌ-১৩ নভোচারীরা মহাকাশে মানবজাতির দূত: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2021-12-28 10:56:56

ডিসেম্বর ২৮: আমরা সবসময় শেনচৌ-১৩ মহাকাশচারীদের প্রতিদিনের কাজ ও তাদের কাজের অগ্রগতির ওপর গুরুত্ব দিয়ে থাকি। কারণ, তারা হচ্ছেন চীনা জনগণের নায়ক এবং মহাকাশে মানবজাতির দূত। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চলতি বছর মহাকাশ-গবেষণায় চীন অনেক সাফল্য অর্জন করেছে। চীনের নিজস্ব মহাকাশকেন্দ্র নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে, চীনের চন্দ্রযান চাঁদের বুকে গবেষণায় রত, এবং মঙ্গলের বুকে চীনের রোভার সফল হয়েছে।

তিনি আরও বলেন, চীন মহাকাশ-গবেষণায় যে-সাফল্য অর্জন করেছে, তা মহাকাশকে শান্তিপূর্ণভাবে ব্যবহারের ক্ষেত্রে দেওয়া চীনের প্রতিশ্রুতির বাস্তবায়ন। চীন সবসময় উন্মুক্ত ও সহনশীল মনোভাব নিয়ে, ‘শান্তিপূর্ণ, সমান ও পারস্পরিক কল্যাণ, এবং যৌথ উন্নয়নের’ নীতির ভিত্তিতে, মহাকাশ-গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় চালাতে ইচ্ছুক। (ওয়াং হাইমান/আলিম/ছাই)