চীনে নতুন জ্বালানি খাতে বিদ্যুতের বার্ষিক উত্পাদন এক ট্রিলিয়ন কিলোওয়াট-ঘন্টা ছাড়াল
2021-12-27 13:46:49

ডিসেম্বর ২৭: চীনে নতুন জ্বালানি খাতে বিদ্যুতের বার্ষিক উত্পাদন প্রথমবারের মতো এক ট্রিলিয়ন কিলোওয়াট-ঘন্টা ছাড়িয়েছে। চলতি বছরের প্রথম ১১ মাসে চীনে নতুন জ্বালানি খঅতে বিদ্যুৎউত্পন্ন হয় ১০৩,৫৫৭ কোটি কিলোওয়াট-ঘন্টা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩২.৯৭ শতাংশ বেশি। চীনের জাতীয় জ্বালানি ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুসারে, নতুন জ্বালানি খাতে উত্পন্ন বিদ্যুতের মধ্যে গার্হস্থ্য ফটোভোলটাইক ও পানিশক্তি থেকে উত্পন্ন বিদ্যুতের হার যথাক্রমে ৯৭.৯ ও ৯৭.৮ শতাংশ। তা ছাড়া, সামুদ্রিক বায়ুশক্তি থেকে উত্পন্ন বিদ্যুতের পরিমাণের দিক দিয়েও চীন বিশ্বের শীর্ষস্থানে উঠে এসেছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)