অলিম্পিক চলাকালে চীনে আসতে ভিসার আবেদন মার্কিন কর্মকর্তাদের
2021-12-27 18:18:32


ডিসেম্বর ২৭: বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস চলাকালে মার্কিন সরকারের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল চীনে আসার জন্য ভিসার আবেদন করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) এ তথ্য জানান।

 

তিনি বলেন, চীন আন্তর্জাতিক ও সংশ্লিষ্ট নিয়ম-নীতি অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।

 

জানা গেছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১৮ জন কর্মকর্তা বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস চলাকালে মার্কিন ক্রীড়াবিদদের নিরাপত্তা ও চিকিত্সা প্রদানে চীনের কাছে ভিসার আবেদন জমা দিয়েছেন। আগামীতে আরো ৪০ জন আবেদন করবেন বলে জানা যায়।

 

এ প্রসঙ্গে চাও লি চিয়ান বলেন, এর আগে যুক্তরাষ্ট্র রাজনৈতিক কারসাজি করে কোন আমন্ত্রণ না-পেয়েও বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে তাদের সরকারি কর্মকর্তা না-পাঠানোর ঘোষণা দেয়। এমতাবস্থায় চীন আন্তর্জাতিক ও সংশ্লিষ্ট নিয়ম-নীতি অনুযায়ী এ ব্যাপার সমাধান করবে।

 

পাশাপাশি, যুক্তরাষ্ট্রকে আলিম্পিক চেতনা মেনে চলে ক্রীড়াকে রাজনীতিমুক্ত রাখার তাগিদ দিয়েছে বেইজিং। (শিশির/এনাম/রুবি)