কৃষি উন্নয়নে চীনা প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা
2021-12-27 20:59:51


ডিসেম্বর ২৭: সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির কৃষি-বিষয়ক এক সভায় প্রসিডেন্ট সি চিন পিং সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা দেন। 


চীনা প্রেসিডেন্ট বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। গম চাষের উপযোগী ভূমিও নিশ্চিত করতে হবে। মাংস ও সাকসবজি সরবরাহ নিশ্চিত করারও দিক-নিদের্শনা দেন তিনি। 


তিনি বলেন, গ্রামের পুনরুজ্জীবন নিশ্চিত করতে হলে দারিদ্র্যবিমোচনের সুফল অব্যাহত রাখতে হবে। (আকাশ /এনাম/ রুবি)