বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত
2021-12-27 21:08:58

ডিসেম্বর ২৭: বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় আসর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২'র প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে সোমবার। এবার ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশী ক্রিকেটার নিতে পারবে দলগুলো। স্থানীয় ক্রিকেটারের হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জনকে। 

ড্রাফটের আগে একজন স্থানীয় ও তিনজন বিদেশী ক্রিকেটার নিতে পারবে দলগুলো। ড্রাফট অনুষ্ঠিত হওয়ার শুরুতেই টিম সিরিয়াল নির্ধারিত হয়েছে। এরপর সেই সিরিয়াল অনুযায়ী কে-কখন ড্রাফটে ডাকবে সেটি নির্ধারিত হয়। এবার ড্রাফটে নেই তারকা কোনো বিদেশী ক্রিকেটার। অটো চয়েজ হিসেবে একজন করে দেশী খেলোয়াড় ছাড়াও তিনজন করে বিদেশী খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ ছিল সব ফ্র্যাঞ্চাইজির সামনে। 

এ সুযোগটি কাজে লাগিয়েছে শুধুমাত্র খুলনা ও সিলেটের ফ্র্যাঞ্চাইজি। তারা তিনজন বিদেশী এরই মধ্যে নিয়েছে নিজেদের দলে। এবারের বিপিএলে অংশ নিচ্ছে ছয়টি দল। আগামী ২১ জানুয়ারি থেকে খেলা হবে তিন ভেন্যুতে। 

তানজিদ/শান্তা