‘হংকংয়ে নিজস্ব গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে হবে’
2021-12-27 20:57:17


ডিসেম্বর ২৭: আজ (সোমবার)সকালে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উদ্যোগে ‘এক দেশ, দুই ব্যবস্থার অধীনে হংকংয়ের গণতান্ত্রিক উন্নয়ন’ শীর্ষক শ্বেতপত্র নিয়ে এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়েছে। 


এতে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং চেন মিন জানান, ১৮৪১ সালে বৃটিশ বাহিনী জোর করে হংকং দখল করার পর থেকে ১৮০ বছর ধরে হংকংয়ে চলমান রাজনৈতিক ব্যবস্থার প্রকৃত তথ্য শ্বেতপত্রে  অন্তর্ভুক্ত করা হয়েছে। 


তিনি জানান, এত লম্বা সময়ে বৃটেন হংকংয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেনি, মাতৃভূমিতে ফিরে আসার আগে খুব অল্প সময়ে এবং দ্রুতগতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, তার লক্ষ্য কী? কার স্বার্থে এটি করেছে বৃটেন? বিশ্ববাসীর কাছে এর সবই স্পষ্ট। 


তিনি বলেন, বৃটেন বিশ্ববাসীকে প্রতারিত করতে পারেনি। শ্বেতপত্রটি তাদের ঔপনিবেশিক শাসনের আসল চেহারা সবার সামনে প্রকাশ করে দিয়েছে। 


তিনি জানান, শ্বেতপত্রটি মানুষকে বুঝিয়েছে, কী ধরনের গণতন্ত্র ভালো এবং একটি সুষ্ঠু ব্যবস্থা। কী ধরনের গণতন্ত্র নকল, এবং হংকংকে ক্ষতিগ্রস্ত করে। হংকংয়ে নিজস্ব একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে হবে। 

(আকাশ/এনাম/রুবি)