কানাডার সঙ্গে সম্পর্কোন্নয়ন চায় চীন: চাও লি চিয়ান
2021-12-27 20:58:16


ডিসেম্বর ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, কানাডা চীনকে অংশীদার হিসেবে বিবেচনা করবে, না প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করবে-এ বিষয়ে কানাডাকেই সিদ্ধান্ত নিতে হবে। 


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি চীনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এর জবাবে চাও লি চিয়ান বলেন, চীন ও কানাডার সম্পর্ক বর্তমানে একটি গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে। তাই কানাডা চীনকে অংশীদার হিসেবে বিবেচনা করবে, না প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করবে-এ বিষয়ে কানাডাকেই সিদ্ধান্ত নিতে হবে। তাদের সিদ্ধান্ত দু’দেশের সম্পর্ককে মৌলিকভাবে প্রভাবিত করবে। 


তিনি বলেন, দু’দেশের সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয়। পারস্পরিক সম্মান, সমতা এবং কল্যাণের ভিত্তিতে দু’দেশের সম্পর্কোন্নয়ন চায় চীন।


(রুবি/এনাম/আকাশ)