এমভি অভিযান-১০ লঞ্চের মালিক গ্রেপ্তার
2021-12-27 21:02:00

ডিসেম্বর ২৭: বাংলাদেশে ঝালকাঠির সুগন্ধা নদীতে যে লঞ্চটির অগ্নিকাণ্ডে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছে তার মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবেরএকটি সূত্র জানিয়েছে, সোমবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয় ‘এমভি অভিযান-১০’ লঞ্চের মালিক মো. হামজালাল শেখকে।

এর আগে অগ্নি দুর্ঘটনায় নৌ আদালতে করা মামলায় লঞ্চের চার মালিকসহ আট জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রোববার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন।

ওই মামলায় বলা হয়েছে, লঞ্চটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ যন্ত্র, বয়া ও বালুর বাক্স ছিল না। এ ছাড়া ইঞ্জিন কক্ষের বাইরে অননুমোদিতভাবে ডিজেল বোঝাই বেশ কয়েকটি ড্রাম রাখা ছিল। ইঞ্জিন কক্ষের পাশে রান্নার জন্য গ্যাসের সিলিন্ডার রাখা হয়েছিল। একই সঙ্গে লঞ্চটি অননুমোদিত লোকবল দিয়ে পরিচালনা করা হচ্ছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মালিক ছাড়া অন্য চার আসামি হলেন লঞ্চটির চারজন মাস্টার (চালক) ও ড্রাইভার (ইঞ্জিন পরিচালনায় নিযুক্ত কর্মী)।

গত শুক্রবার ভোররাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ৪১ জনের মৃত্যুর খবর জানা গেছে। নিখোঁজ রয়েছেন আরও ৫১ জন। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন অনেক যাত্রী। তাঁদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। -

রহমান/শান্তা