মানবাধিকার নিয়ে মার্কিন অপরাজনীতি-বিষয়ক চীনা প্রতিবেদন প্রকাশিত
2021-12-27 18:17:37


 

ডিসেম্বর ২৭: চীনের মানবাধিকার গবেষণালয় আজ (সোমবার) ‘মানবাধিকার নিয়ে মার্কিন অপরাজনীতি সুশাসনের ভিত্তিমূলে আঘাত’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র নিজের রাজনৈতিক স্বার্থ ও বিশ্বে তার আধিপত্য রক্ষার উদ্দেশ্যে মানবাধিকার নিয়ে অপরাজনীতি করছে। উপদল সৃষ্টি, দ্বৈত নীতি, এবং একতরফাবাদসহ নানাভাবে বিশ্ব মানবাধিকার প্রশাসনের ভিত্তিমূলে আঘাত হানছে যুক্তরাষ্ট্র। এটি বিশ্ব মানবাধিকার উন্নয়নে বড় হুমকি এবং বিধ্বংসী পরিণতি বয়ে আনছে।

 

প্রতিবেদনে মানবাধিকার নিয়ে মার্কিনীদের রাজনীতির ঐতিহাসিক প্রক্রিয়া, কারণ, ঘটনা এবং খারাপ ফলাফল তুলে ধরা হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়,  মানবাধিকার নিয়ে মার্কিনীদের রাজনীতির ফলাফল থেকে মানুষ বুঝতে পেরেছে, মানবাধিকারের বিরাজনীতি বিশ্ব মানবাধিকার প্রশাসনের ভিত্তি এবং  এর সুষ্ঠু  উন্নয়নের গুরুত্বপূর্ণ নিশ্চয়তা। (শিশির/এনাম/রুবি)