তুলার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এ শিল্পের বিভিন্ন চেইনে আঘাত হেনেছে: সংশ্লিষ্ট প্রতিবেদন
2021-12-27 20:45:01

ডিসেম্বর ২৭:  সিনচিয়াংয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী তুলা শিল্পের বিভিন্ন চেইনকে ক্ষতিগ্রস্ত করেছে। সম্প্রতি চিনান বিশ্ববিদ্যালয় প্রকাশিত ‘তুলার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এ শিল্পের বিভিন্ন চেইনের ওপর প্রভাব’ শীর্ষক এক স্বাধীন প্রতিবেদনে একথা বলা হয়েছে।

 

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেদনটি নিষেধাজ্ঞার পিছনে যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য প্রকাশ করে দিয়েছে।

 

চিনান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল তিনমাস ধরে সিনচিয়াংয়ের আখসু, কাশি ও কুয়াংতোং প্রদেশের ১৭টি জেলা ও থানায় জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে।

 

বিশ্ববিদ্যালয়ের সম্প্রচার ও সীমান্ত প্রশাসন একাডেমির মহাপরিচালক জেং লিয়াং বলেন, ‘জরিপের সময় আমি কোনো বাধ্যতামূলক শ্রমের লক্ষণ দেখিনি। কথিত বাধ্যতামূলক শ্রম ও মানবাধিকার সংকট কোথাও ছিল না’। (রুবি/এনাম/শিশির)