বিটিভির অধীনে নতুন ৬টি চ্যানেল আসছে: তথ্যমন্ত্রী
2021-12-26 18:59:08


ডিসেম্বর ২৬: বাংলাদেশ টেলিভিশন -বিটিভির অধীনে নতুন করে আরও ৬টি চ্যানেল আসছে বলে জানিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিটিভির ৫৮ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। 

এসময় বিটিভির এইচডি সম্প্রচারের পাশাপাশি বিটিভি ভবনে বঙ্গবন্ধু কর্ণার, রঙতুলিতে বঙ্গবন্ধু চিত্রকর্ম উদ্বোধন করেন তিনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, 'বাংলাদেশে বেসরকারি টেলিভিশনগুলো যারা পরিচালনা করছেন এবং প্রথিতযশা যেসব টিভি সাংবাদিক রয়েছেন, তাদের অনেকেরই হাতেখড়ি বাংলাদেশ টেলিভিশনে। তাই বিটিভি হচ্ছে সকল টেলিভিশন চ্যানেলের আতুরঘর।' 

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন এবং বিটিভির সাবেক মহাপরিচালক ম. হামিদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ, বিটিভির তালিকাভুক্ত প্রবীণ ও নবীন শিল্পীরা উপস্থিত ছিলেন।

 তানজিদ/শান্তা