সিনচিয়াং নয়, যুক্তরাষ্ট্রে রয়েছে জবরদস্তি শ্রম: সিনচিয়াং মুখপাত্র
2021-12-26 18:47:34


ডিসেম্বর ২৬: যুক্তরাষ্ট্রের সিনচিয়াং-বিষয়ক বিলের প্রতিবাদে গতকাল (শনিবার) সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার এক সংবাদ সম্মেলন করেছে। তাতে সিনচিয়াং সরকারের মুখপাত্র সু কুই সিয়াং জানান, সিনচিয়াং নয়, বরং যুক্তরাষ্ট্রে জবরদস্তি শ্রম রয়েছে।   


তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কয়েক শ’ বছরের কালো দাসদের বিক্রি, দুর্ব্যবহার, ও বৈষম্যের ইতিহাস রয়েছে। এখনো যুক্তরাষ্ট্রে জবরদস্তি শ্রমের অস্তিত্ব রয়েছে। আর এটি অনেক গুরুতর। 


তিনি জানান, যুক্তরাষ্ট্রের কৃষি খাতে জবরদস্তি শ্রমের সমস্যা অত্যন্ত গুরুতর। সংশ্লিষ্ট পরিসংখ্যানে দেখা যায়, ৩০ শতাংশ কৃষি খামারের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা দরিদ্র‍। তারা প্রায়ই হুমকি, সহিংসতা ও জবরদস্তি শ্রমের সম্মখীন হয়। 


তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রে জবরদস্তি শিশু শ্রম সমস্যাও মারাত্বক। বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হিসেবে একমাত্র যুক্তরাষ্ট্র জাতিসংঘের শিশু অধিকার চুক্তি অনুমোদন করেনি। 


সংশ্লিষ্ট পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে প্রায় ৫ লাখ শিশু কৃষি খাতে কাজ করছে। ওয়াশিংটন পোস্টের এক সংবাদে বলা হয়, ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত, যুক্তরাষ্ট্রে ৪৫২ জন শিশু কাজ করার সময় আহত হয়ে মারা গেছে। এর মধ্যে ২৩৭জন কৃষি খাতে দুর্ঘটনার শিকার। 


(আকাশ/এনাম/রুবি)