চতুর্থ ধাপে ৮৩৮ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত
2021-12-26 19:03:16


ডিসেম্বর ২৬: চতুর্থ ধাপে বাংলাদেশের ৫৮ জেলার ১শ’ ১৮টি উপজেলার ৮৩৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। 

চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা হলেও বিভিন্ন জটিলতায় ২টিতে নির্বাচন স্থগিত রয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃংখলা বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন করে কর্তৃপক্ষ। 

চতুর্থ ধাপের এই ভোটে দেশের কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়াও নির্বাচনে জালিয়াতির অভিযোগে সারা দেশ থেকে ২০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার ও জরিমানা করা হয়েছে। চতুর্থ ধাপে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন। ভোট কেন্দ্র ৯ হাজার ২শ’ ২৪টি। এরই মধ্যে ৪৮ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

তানজিদ/শান্তা