‘সিনচিয়াংয়ে কথিত জবরদস্তি শ্রমের অস্তিত্ব নেই’
2021-12-26 16:01:04

ডিসেম্বর ২৬: সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারি মুখপাত্র  ইলিজিয়াং আনাইতি গতকাল (শনিবার) বলেন, সিনচিয়াংয়ের সব জাতির মানুষ নিজেদের ইচ্ছে মতো কাজ বাছাই করে থাকেন।

 

তিনি বলেন, উইগুরসহ নানা জাতির শ্রমিকদের অধিকার সংবিধান, শ্রম আইন, শ্রম চুক্তি আইন, ফৌজদারি আইনসহ নানা আইনের দ্বারা সুরক্ষিত রয়েছে।

 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক কনভেনশন, চীনের আইন ও বাস্তবতা প্রমাণ করে, সিনচিয়াংয়ে কথিত জবরদস্তি শ্রমের অস্তিত্ব নেই।

 

সিনচিয়াংয়ে নানা জাতির মানুষদের শ্রমের সমান অধিকার আইনের দ্বারা সুরক্ষিত। তারা তাদের ইচ্ছে মতো কাজ বাছাই করে। তাদের ব্যক্তিগত স্বাধীনতাও  আইন দ্বারা সুরক্ষিত।

 

তারা আইন অনুসারে বিশ্রাম ও ছুটি নিতে পারে এবং শ্রমের বিনিময়ে অর্থের অধিকারও সুরক্ষিত রয়েছে। নানা জাতির মানুষের প্রথা,ধর্ম, মৌখিক ও লিখিত ভাষাও আইন দ্বারা সংরক্ষিত আছে।(শিশির/এনাম/রুবি)