সিপিসির ইতিহাস শিক্ষা কার্যক্রম সভায় প্রেসিডেন্ট সি
2021-12-25 17:18:58


 



 ডিসেম্বর ২৫: চলতি বছর মহাসমারোহে পালিত হয়েছে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার শততম বার্ষিকী। এ বছরই চালু হয়েছে সিপিসির ইতিহাস শিক্ষা কার্যক্রম। গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এ কার্যক্রমের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, সিপিসি সদস্যদের মধ্যে পার্টির ইহিতাস শিক্ষা কার্যক্রম চালু হওয়া গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। ফলে সিপিসির সদস্য ও ক্যাডারগণ গত একবছরে সার্বিক ও গভীর রাজনৈতিক শিক্ষা গ্রহণ করেছে। এ সময় পার্টির সৃজনশীলতা, সংহতি এবং কার্যকারিতা অনেক জোরদার হয়েছে।

 

সি চিন পিং জোর দিয়ে বলেন, স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলে সিপিসির ইতিহাস শিক্ষার ফলাফলকে সুসংবদ্ধ করা হবে। এটি চীনের বৈশিষ্ট্যসম্পন্ন পথে চলা এবং চীনা জাতির মহান পুনরুত্থানের আস্থা সুদৃঢ় করবে।

 

তিনি বলেন, নানা জাতির চীনা জনগণকে ঐক্যবদ্ধ করে নতুন যাত্রায় এগিয়ে নেবে এবং নতুন যুগে সফলতা সৃষ্টি করবে সিপিসি। (শিশির/এনাম/রুবি)