বাংলাদেশে পালিত হচ্ছে ক্রিসমাস
2021-12-25 19:40:15

ডিসেম্বর ২৫: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। যথাযথ ধর্মীয় রীতিনীতি, প্রার্থনা ও অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকার ৮৪টি চার্চসহ সারাদেশের প্রায় সাড়ে তিন হাজার চার্চ ও চ্যাপেলে ক্রিসমাস ডে উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

করোনা মহামারীর কারণে গত বছর সীমিত পরিসরে বড়দিন পালিত হয়। এ বছর করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও স্বাস্থ্যবিধি মেনে উৎসবটি পালিত হচ্ছে। দেশের তারকা হোটেলগুলোতে বড়দিনের বিশেষ আয়োজন রয়েছে। 

শান্তা মারিয়া