কথিত ‘সন্ত্রাস দমন যুদ্ধ’ যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী তত্পরতা উস্কে দিয়েছে: সিআরআই
2021-12-25 19:34:28


ডিসেম্বর ২৫: চীন আন্তর্জাতিক বেতারের (সিআইআই) এক নিবন্ধে বলা হয়, যুক্তরাষ্ট্রের কথিত ‘সন্ত্রাস দমন যুদ্ধ’ নিজ দেশের সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে। 


যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলা অনেক বেড়েছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম হুমকিতে পরিণত হয়েছে। 


২০১৯ সালে, যুক্তরাষ্ট্রে ৪৮ জন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে। এর মধ্যে ৩৯জনের মৃত্যু হয় সাদা বর্ণবাদীদের হামলায়। 


কুখ্যাত এগারো-সেপ্টেম্বরের পর, মার্কিন সরকার অনেক বেশি সম্পদ বিদেশে সন্ত্রাস দমনে ব্যয় করেছে। এটি নিজ দেশের বেসামরিক অর্থনৈতিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি, বিদেশে সন্ত্রাস দমন যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে মার্কিন শ্বেতাঙ্গদের বর্ণবাদী মানসিকতা বৃদ্ধি করেছে। 


বর্তমানে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধযন্ত্রে’ পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তাতে নিজ দেশের সন্ত্রাসবাদ আরো গুরুতর হচ্ছে এবং সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে। 

(আকাশ/এনাম/রুবি)