মহাকাশ স্টেশনের বাইরে আবারো অভিযান চালাবেন চীনা নভোচারীরা
2021-12-25 17:08:22


ডিসেম্বর ২৫: চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, শেনচৌ-১৩-এর নভোচারীগণ আগামী কাল (রোববার) দ্বিতীয় বারের মতো মহাকাশে তাঁদের ক্যাবিনের বাইরে গিয়ে অভিযান চালাবেন। 


নভোচারী চাই চি কাং এবং ইয়ে কুয়াং ফু এই অভিযান পরিচালনা করবেন। অপর নভোচারী ওয়াং ইয়া পিং ক্যাবিনে থেকে তাঁদের কাজের সমন্বয় করবেন। 


নভোচারীগণ চীনের মহাকাশ স্টেশনে ৭১ দিন ধরে অবস্থান করছেন। তাঁরা ভালো রয়েছেন এবং সঠিকভাবে মহাকাশ স্টেশন পরিচালনা করছেন। 

(আকাশ/এনাম/রুবি)