যুক্তরাষ্ট্রের কথিত ‘উইগুর জবরদস্তি শ্রম প্রতিরোধ বিলে’র তীব্র নিন্দা জানাল সিনচিয়াং
2021-12-25 17:20:09

ডিসেম্বর ২৫: যুক্তরাষ্ট্রের কথিত ‘উইগুর জবরদস্তি শ্রম প্রতিরোধ বিল’ নিয়ে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার গতকাল (শুক্রবার) একটি বিবৃতি প্রকাশ করেছে।

 

বিবৃতিতে বলা হয়, মানবাধিকারের অজুহাতে রাজনৈতিক কারসাজি, ও অর্থনৈতিক আধিপত্য বিস্তার করে চলছে যুক্তরাষ্ট্র। এবার তারা কথিত ‘উইগুর জবরদস্তি শ্রম প্রতিরোধ বিল’কে আইনে পরিণত করেছে।

 

শ্রমের মাধ্যমে সিনচিয়াংয়ের জনগণকে সুন্দর জীবনযাপন লাভের অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সিনচিয়াংয়ের স্থিতিশীল উন্নয়নকে বাধাগ্রস্ত করার মাধ্যমে চীনকে দমন করতে চায় যুক্তরাষ্ট্র।

 

যুক্তরাষ্ট্রের এহেন আচরণের তীব্র বিরোধীতা ও নিন্দা জানায় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত সরকার ও সিনচিয়াংয়ের সর্বস্তরের জনগণ।

 

গেল কয়েক বছরে সিনচিয়াং সরকার নতুন কর্মসংস্থান তৈরির খাতে গুরুত্বপূর্ণ এবং ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত সিনচিয়াংয়ে কর্মরত লোকসংখ্যা ১৯.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ কোটি ১৩ লাখ ৫২ হাজার ৪০০ জন থেকে বেড়ে ১ কোটি ৩৫ লাখ ৬০ হাজারে দাঁড়িয়েছে। শহরে প্রতিবছর নতুন করে ৪.৭ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়। কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের ইচ্ছাকে সম্মান এবং আইন অনুসারে তাদের অধিকার রক্ষা করে আসছে সরকার। সেখানে জবরদস্তি শ্রমের কোনো অস্তিত্ব নেই।

 

 তবে যুক্তরাষ্ট্র  এখনো অধিকাংশ আন্তর্জাতিক শ্রম চুক্তি স্বাক্ষর করেনি। ২০১৫ সালের ১০ জুন আন্তর্জাতিক গিল্ড জোট প্রকাশিত এক প্রবিবেদনে যুক্তরাষ্ট্রকে শ্রমিকদের অধিকারের পদ্ধতিগত লঙ্ঘনকারী দেশ হিসেবে অন্তর্ভুক্ত করে। শ্রমিক ও সংখ্যালঘুদের  মানবাধিকার লঙ্ঘন ও জবরদস্তি শ্রম আসলে যুক্তরাষ্ট্রের সমস্যা, চীনের নয়। (শিশির/এনাম/রুবি)