‘সিনচিয়াংয়ে জবরদস্তি শ্রমের অপবাদ একেবারে অগ্রহণযোগ্য’
2021-12-25 19:31:02


ডিসেম্বর ২৫: সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত উন্নয়নকে কাজে লাগিয়ে সিনচিয়াংয়ের তুলা উতপাদনে উচ্চ মানের যান্ত্রিককরণ বাস্তবায়িত হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের সিনচিয়াংয়ে জবরদস্তি শ্রম নিয়ে চালানো মিথ্যাচারের কোন বাস্তব ভিত্তি নেই।


আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে সিনচিয়াংয়ের কাশগড়ের একজন তুলা চাষী অনলাইনে এসব কথা বলেন। 


তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকারের নানান সহায়ক নীতি ও সমর্থনের ফলে সিনচিয়াংয়ে তুলার বপন, চাষাবাদ, ও সংগ্রহসহ সবধরণের কাজ যন্ত্রের সাহায্যে করা হয়। এর ফলে সেখানে উত্পাদন খরচ কমেছে এবং আয় বেড়েছে।

 

তিনি বলেন, তুলা চাষের মাধ্যমে তিনি তার জন্মস্থানে একটি বাসা কিনেছেন, এবং পরীক্ষা পাস করে ড্রাইভিং লাসেন্স পেয়ে একটি গাড়িও কিনেছেন তিনি। সময় পেলে তিনি পরিবার নিয়ে ঘুরতে বের হন। তাঁর দুটি বাচ্চা স্কুলে বিনামূল্যে মানসম্মত শিক্ষা লাভ করছে। 


তিনি বলেন, “আমাদের উইগুর জাতির মধ্যে একটি কথা প্রচলিত রয়েছে: ‘অলস মানুষ ঠান্ডা পানি খায়, পরিশ্রমী মানুষ খাসির পায়ের মাংস খায়’। অর্থাত্ আমরা পরিশ্রম করে নিজের ভাগ্য গড়তে ভালোবাসি”। 


তিনি বলেন,  “আমাদের হাতে সৃষ্টি করা সুখী ও সুন্দর জীবন নিয়ে অন্য যে কোন মানুষের অপবাদ একেবারে অগ্রহণযোগ্য”। 

(আকাশ/এনাম/রুবি)