লঞ্চ দুর্ঘটনায় নিহতদের জানাজা সম্পন্ন
2021-12-25 19:44:50

ডিসেম্বর ২৫: বাংলাদেশে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় নিহত ২৯ জনের জানাজা শনিবার বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউজ সংল্গ্ন ঈদগাহ মাঠে সম্পন্ন হয়েছে। 

লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার। এই ৩৭ জনের মধ্যে ৪ জনের মরদেহ দুর্ঘটনাস্থল ঝালকাঠি থেকেই শনাক্ত করে নিয়ে যান স্বজনরা। এরপর বাকি ৩৩ মরদেহ শুক্রবার রাত সোয়া ১১টায় বরগুনা সদর হাসপাতালে পৌঁছায়। হাসপাতাল থেকে ৪ জনের মরদেহ শনাক্ত করে নিয়ে যান স্বজনরা। বাকি মরদেহগুলো শনাক্ত করা যায়নি। এইু বেওয়ারিশ ২৯ মরদেহের জানাজা শেষ হয়েছে।

জানাজা শেষে এই ২৯ মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। সদর উপজেলার পোটখালী গ্রামের সরকারি গণকবরে দাফন করা হবে এই মরদেহগুলো।

এর আগে শুক্রবার ভোররাত তিনটার দিকে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীর গাবখান চ্যানেলে যাত্রীবাহী লঞ্চে আগুন লাগে।

এ ঘটনায় ৪১ জনের প্রাণহানি ঘটে। আহত হন শতাধিক। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার বাসিন্দা।

শান্তা মারিয়া