জাতীয় থিয়েটারের শিল্পীদের চিঠির জবাব দিলেন প্রেসিডেন্ট সি
2021-12-25 17:21:19

ডিসেম্বর ২৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শনিবার) জাতীয় থিয়েটারের শিল্পীদের একটি চিঠির জবাব পাঠিয়ে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

চীনের জাতীয় থিয়েটার প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী উপলক্ষ্যে শিল্পীরা প্রেসিডেন্ট সিকে এই চিঠি দিয়েছিলেন।

চিঠিতে সি চিন পিং বলেন, আপনারা সিপিসির সাংস্কৃতিক নীতি মেনে চলে ইয়ানআনে থিয়েটার প্রতিষ্ঠার প্রাথমিক চেতনা অনুসরণ করে সাংস্কৃতি শিল্পের সমৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিল্পরা মঞ্চে কঠোর পরিশ্রম করে অনেক উষ্ণ এবং নৈতিক শিল্পকর্ম উপহার দেন।

সি চিন পিং বলেন, আশা করা যায়, সবাই অব্যাহতভাবে যুগ ও জনগণের প্রতাশ্যার সঙ্গে সঙ্গতিপূর্ণ শিল্পকর্ম সৃষ্টি করবেন এবং সাংস্কৃতিক শিল্পের উন্নয়ন এবং জনগণের আধ্যাত্মিক সমৃদ্ধিতে আরও অবদান রাখবেন।

উল্লেখ্য, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত ইয়ানআন যুব শিল্প থিয়েটারের ভিত্তির আলোকে ২০০১ সালে জাতীয় থিয়েটার প্রতিষ্ঠিত হয়।  (শিশির/এনাম/রুবি)