লঞ্চে অগ্নিকাণ্ডের রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে প্রশ্ন
2021-12-24 20:10:26

ঢাকা, ডিসেম্বর ২৪: বাংলাদেশে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কো‌নো রাজনৈ‌তিক ষড়যন্ত্র আ‌ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার দুপু‌রে অগ্নিকা‌ন্ডের ঘটনায় অগ্নিদগ্ধ যাত্রীদের ব‌রিশাল শের-ই বাংলা মেডিকেল ক‌লেজ হাসপাতালে পৌছলে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খা‌লিদ মাহমুদ চৌধুরী। তিনি জানান, এখনই এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

এসময় তি‌নি ব‌লেন, ‘ল‌ঞ্চের ব্যবসা কারা ক‌রে আপনারা সবাই জানেন, শেখ হাসিনার পরিবার ল‌ঞ্চের ব্যবসা ক‌রে না।‘

সরকারি হিসেবে ল‌ঞ্চে ৩৫০ এর মতো যাত্রী ছি‌ল জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর বে‌শি যাত্রী ছিলো কি না তদন্ত ক‌রে দেখা হ‌বে। ল‌ঞ্চের ফিটনেস ঠিক আছে ব‌লেও জানান তিনি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরইমধ্যে তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্ঘটনায় নিহত সক‌লের প‌রিবার‌কে দেড় লাখ টাকা ক‌রে দেওয়া হবে’।

সাজিদ রাজু