উত্তর আমেরিকায় রেড ইন্ডিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ: অর্থের লোভ ও অমানবিক যুদ্ধ
2021-12-24 19:21:01

ডিসেম্বর ২৪: দেড়শ’ বছর আগে উত্তর আমেরিকায় রেড ইন্ডিয়ান আদিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গণহত্যা চালিয়েছিল। ১৮৬৪ সালের ২৯ নভেম্বর কর্নেল জন চিভিংটন কলোরাডো রাজ্যের তৃতীয় অশ্বারোহী রেজিমেন্টের ৭০০জন সেনা নিয়ে আকস্মিকভাবে একটি রেড ইন্ডিয়ান সংরক্ষিত এলাকায় হামলা চালিয়েছিল। যা ভয়ঙ্কর ‘সেন্ড ক্রিক গণহত্যা’ নামে পরিচিত। শতাধিক রেড ইন্ডিয়ান আদিবাসী প্রাণ হারায়। তাদের মধ্যে তিন ভাগের দুই ভাগই নিরীহ নারী ও শিশু।

 

‘সেন্ড ক্রিক গণহত্যা’ আদিবাসীদের বিরুদ্ধে চালানো অসংখ্য গণহত্যার একটি। আদিবাসীদের ওপরে যুক্তরাষ্ট্রের ‘গণহত্যা’, ‘প্রতারণামূলক চুক্তি স্বাক্ষর’, ‘ঋণ দেওয়া’ এবং ‘জোরপূর্বক দখলদারিত্ব’ ইত্যাদি ব্যবস্থার মাধ্যমে আদিবাসীদের হাত থেকে জমি ও সম্পদ কেড়ে নেওয়ার পদ্ধতি। তারপর তারা উচ্চ সুদে জমিকে সাধারণ অভিবাসীদের কাছে বিক্রি করে দেয়। যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থের যোগাড় হয় এবং পুঁজিবাদের একচেটিয়া উন্নতি হয়।

(স্বর্ণা/তৌহিদ/হাইমান)