রুশ-চীন সম্পর্ক আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ স্থিতিশীলতার উপাদান: পুতিন
2021-12-24 11:21:52

ডিসেম্বর ২৪: রুশ-চীন সম্পর্ক শুধু দু’দেশের জনগণের জন্যই কল্যাণকর নয়- বরং, তা আন্তর্জাতিক মঞ্চের গুরুত্বপূর্ণ স্থিতিশীলতার উপাদানও বটে।

গতকাল (বৃহস্পতিবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় আয়োজিত এক বড় সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেছেন।

তিনি বলেন, তিনি ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে ভিডিও সংলাপে বলেছিলেন— ‘রুশ-চীন সম্পর্ক হল ২১ শতাব্দীতে দু’দেশের মধ্যে সহযোগিতার দৃষ্টান্ত’। তিনি প্রেসিডেন্ট সি’র সঙ্গে পারস্পরিক আস্থার ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করেছেন এবং আন্তর্জাতিক ব্যাপারে পরস্পরকে সমর্থন করেন।

পুতিন বলেন, চীন হলো- রাশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দু’দেশের বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা মহামারির আগের চেয়েও বেশি।

তিনি আরো বলেন, বর্তমানে রাশিয়া ও চীন নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করছে। জ্বালানি, পরমাণু শক্তি, মহাকাশ, যুবক, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের বিনিময় সুষ্ঠু সম্পর্কের প্রতিফলন।

(শুয়েই/তৌহিদ/লিলি)