‘গণতন্ত্র চাপানোর’ চেষ্টার নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে
2021-12-24 19:22:57

ডিসেম্বর ২৪: যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক জিনে কূট-চরিত্র রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র নিজেকে স্বাধীনতার ত্রাণকর্তা মনে করে; অন্যদিকে মার্কিন গণতন্ত্রের সর্বজনীনতায় বিশ্বাস করে। অন্য দেশের ওপরে ‘গণতন্ত্র চাপানোর’ চেষ্টা করে দেশটি। অন্য দেশ হয় যুক্তরাষ্ট্রের সাথে চলবে, নয়তো ‘শত্রু’ হিসেবে ধ্বংস হবে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে ভিন্ন মত থাকলেও বিদেশের ব্যাপারে, বিশেষ করে ‘শত্রু’ দেশের জন্য একই নীতি দেখা যায়।

 

কিন্তু বিশ্বে ‘গণতন্ত্র চাপানোর’ প্রচেষ্টায় সফলতার তুলনায় ব্যর্থতা অনেক বেশি। যেমন পশ্চিম আফ্রিকা দেশ লাইবেরিয়া। ২০০৩ থেকে এ পর্যন্ত দেশটি বিশ্বের অন্যতম অনুন্নত দেশ। তা ছাড়া, ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র চাপানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।

সেই সঙ্গে দুটি মার্কিন রাজনৈতিক দলের মধ্যে বিপুল মতভেদ রয়েছে। যার ফলে, যুক্তরাষ্ট্রের মধ্যে জাতিগত ও শ্রেণিগত সংঘাত তীব্রতর হয়েছে। বলা যায়, যুক্তরাষ্ট্র এখন গণতন্ত্র চাপানোর নেতিবাচক প্রতিক্রিয়ার শিকার হচ্ছে।

(স্বর্ণা/তৌহিদ/হাইমান)