মালদ্বীপে বৈধতা পাবেন অবৈধ বাংলাদেশী কর্মীরা
2021-12-24 20:13:48

ঢাকা, ডিসেম্বর ২৪: মালদ্বীপে অবস্থানরত অবৈধ সব বাংলাদেশী কর্মী বৈধ হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মালদ্বীপ থেকে প্রবাসীরা যেন সহজে টাকা পাঠাতে পারেন সেজন্য সেখানে একটি ব্যাংকের শাখা খোলার ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাতে মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের সঙ্গে এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেন মন্ত্রী।

মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে বর্তমানে দেশটি সফরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শেষে দুই নেতার উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্টের কার্যালয়ে ঢাকা ও মালের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি সই হয়েছে।

তানজিদ/সাজিদ