চীনকে প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্র বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে বাধা দেয়: পুতিন
2021-12-24 11:19:53

ডিসেম্বর ২৪: যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে সরকারি কর্মকর্তা না পাঠানোর সিদ্ধান্ত ভুল ও অগ্রহণযোগ্য। এর উদ্দেশ চীনের উন্নয়ন প্রতিরোধ করা।

গতকাল (বৃহস্পতিবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় বার্ষিক সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেছেন।

তিনি বলেন, চীনের উন্নয়ন প্রতিরোধের চেষ্টা ছাড়া যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে কর্মকর্তা না পাঠানোর আর কোনও কারণ নেই। এমন সিদ্ধান্ত একদম ভুল। ক্রীড়া দিয়ে রাজনৈতিক সমস্যা  সমাধান করা অগ্রহণযোগ্য ব্যাপার।

পুতিন বলেন, ক্রীড়া ও সংস্কৃতি মানুষকে একতাবদ্ধ  করতে পারে, বরং এটা দিয়ে জনগণের মধ্যে ঝামেলা সৃষ্টি করা ঠিক নয়।

(শুয়েই/তৌহিদ/লিলি)