আফগান মানবিক সংকট দ্রুত দূর করতে হবে: চীন
2021-12-23 18:05:48


ডিসেম্বর ২৩: জাতিসংঘে চীনের নিযুক্ত স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (বুধবার) বলেছেন, বর্তমান আফগান পরিস্থিতি এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্রুত আফগান মানবিক সংকট দূর করতে হবে এবং অর্থনীতি পুনরুদ্ধার ও স্থিতিশীল করতে হবে।

এদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২৬১৫ নম্বর প্রস্তাব গৃহীত হয়। এতে বলা হয়, আফগানিস্তানে মানবিক সহায়তা দেওয়া এবং অন্যান্য মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে হবে। এক্ষেত্রে নিরাপত্তা পরিষদের অবরোধ-সংক্রান্ত প্রস্তাব মানতে হবে।

 

চীনা প্রতিনিধি চাং চুন বলেন, চীন সবসময়  মনে করে যে, আফগানিস্তানের সহায়তা দেওয়ায় ক্ষেত্রে সঠিক দিক অনুসরণ করা উচিত। এই প্রস্তাবের মাধ্যমে আফগানিস্তানে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে সন্দেহ ও বাধা দূর হবে।

 

তিনি বলেন, এই বিষয়ে আন্তর্জাতিক সমাজের দায়িত্ব পালন করতে হবে। আফগানিস্তানকে অর্থ সহায়তা দিতে আন্তর্জাতিক সমাজ- বিশেষ করে, প্রধান দাতা দেশগুলোকে আহ্বান জানায় চীন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)