চীন-আসিয়ান কেন্দ্র প্রতিষ্ঠার দশম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান চীনে অনুষ্ঠিত
2021-12-23 17:39:08


ডিসেম্বর ২৩: গতকাল (বুধবার) বেইজিংয়ে চীন-আসিয়ান কেন্দ্র প্রতিষ্ঠার দশম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। দেশি-বিদেশি অতিথিরা এই কেন্দ্রের ভূয়সী প্রশংসা করেছেন। এই কেন্দ্রের সাহায্যে চীন-আসিয়ান সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা করেন তারা।

 চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের মহাপরিচালক লিউ চিন সুং, চীনে আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান দেশ—ব্রুনাইয়ের রাষ্ট্রদূত, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপিন্স এবং থাইল্যান্ডের রাষ্ট্রদূত এবং ইন্দোনেশিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও জাপানের প্রতিনিধিসহ প্রায় ১০০জন এই অনুষ্ঠানে যোগ দেন।

 লিউ চিন সুং বলেন, বিগত ১০ বছর ঠিক চীন-আসিয়ান সম্পর্ক উন্নত হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিং ও আসিয়ান দেশগুলোর নেতারা যৌথভাবে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা করেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন মাইলফলক স্থাপন করেছেন। চীন আসিয়ান দেশগুলোর সঙ্গে কাজ করতে চায়, যাতে তারা বিভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।

 ব্রুনাইয়ের রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, এই কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে। যা দু’পক্ষের সম্পর্ক এগিয়ে নিয়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)