চীন ও আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক
2021-12-23 13:50:14

ডিসেম্বর ২৩: গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভিডিও বৈঠক করেছেন।

ওয়াং ই বলেছেন, আইসল্যান্ড ও চীনের দূরত্ব বেশি, দেশের অবস্থা ভিন্ন; তবে, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরে, দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নতি হয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানো উচিত।

ওয়াং ই বলেন, চীন আইসল্যান্ডের সঙ্গে যৌথভাবে মহামারি প্রতিরোধ করা, টিকা ও ওষুধ গবেষণায় সহযোগিতা জোরদার করা, ভাইরাস ইস্যুর রাজনীতিকরণের বিরোধিতা করা এবং পর্যটন, ডিজিটাল অর্থনীতি, টেলিযোগাযোগ, কৃষি ও বিজ্ঞান, সবুজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায়।

ওয়াং ই বৈঠকে আরো বলেন, আইসল্যান্ডের প্রতিষ্ঠানে চীনা পুঁজি বিনিয়োগের জন্য চীন সুবিধা দিতে চায়। উত্তর মেরুতে চীনের গবেষণায় আইসল্যান্ডের উন্মুক্ত মনোভাবের প্রশংসা করে চীন। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে আইসল্যান্ডের খেলোয়াড়দের ভালো ফলাফল প্রত্যাশা করেন তিনি।

(শুয়েই/তৌহিদ/লিলি)