জাপানের পরমাণু দূষিত পানি সমুদ্রে নির্গমনের বিরোধিতা করে চীন
2021-12-23 13:51:16

ডিসেম্বর ২৩: জানা গেছে, মঙ্গলবার টোকিও বিদ্যুত্ কোম্পানি জাপানের আণবিক শক্তি কমিশনের কাছে ‘ফুকুশিমার পরমাণু দূষিত পানির সমুদ্রে নির্গমন পরিকল্পনা’ দাখিল করেছে। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বুধবার বেইজিংয়ে বলেন, চীন এর ওপর নিবিড় দৃষ্টি রাখছে। জাপানের এ আচরণের দৃঢ় বিরোধিতা করে চীন।

চাও লি চিয়ান বলেন, গত এপ্রিল মাস থেকে আন্তর্জাতিক সমাজ এ বিষয়ে জাপানকে অনেক উদ্বেগ জানিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রযুক্তি কর্মগ্রুপ এই বিষয়ে কাজও করছে।

মুখপাত্র বলেন, জাপান আন্তর্জাতিক সমাজের উদ্বেগ উপেক্ষা করে কাজ এগিয়ে নিচ্ছে। জাপান তার ভুল সিদ্ধান্ত আন্তর্জাতিক সমাজের ওপর চাপিয়ে দিতে যাচ্ছে। প্যাসিফিক সংশ্লিষ্ট দেশগুলো এতে ঝুঁকিতে পড়বে। এটি জাপানের দায়িত্বজ্ঞানহীন আচরণ।

মুখপাত্র আরও বলেন, দেশটির দাবি অনুযায়ী পরমাণু দূষিত পানি নিরাপদ হলে জাপান কেন নিজের কাজে তা ব্যবহার করছে না?

(শুয়েই/তৌহিদ/লিলি)