‘সিনচিয়াং দিয়ে চীনকে নিয়ন্ত্রণ করার’ মার্কিন ষড়যন্ত্র নিঃসন্দেহে ব্যর্থ হবে: সিআরআই সম্পাদকীয়
2021-12-22 23:49:40

ডিসেম্বর ২২: চীন সম্প্রতি ইউএস ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম কমিশনের চেয়ারম্যান নাদিন মানজা, ভাইস চেয়ারম্যান নুরি তুর্কে, কমিশনার অনুরিমা ভারগাভা এবং কমিশনার জেমস কার-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগে অভ্যন্তরীণ আইন দিয়ে সিনচিয়াংয়ের মানবাধিকার ইস্যুতে চার চীনা কর্মকর্তার উপর অবৈধ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। চীন জানিয়েছিল, এই অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে চীনের ‘বিদেশি নিষেধাজ্ঞা বিরোধী আইন’ অনুযায়ী পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং। চীন আন্তর্জাতিক বেতারের সম্পাদকীয়তে বলা হয়, ‘সিনচিয়াং দিয়ে চীনকে নিয়ন্ত্রণ করার’ মার্কিন ষড়যন্ত্র নিঃসন্দেহে ব্যর্থ হবে।

যুক্তরাষ্ট্র যা করেছে তা চীনের অভ্যন্তরীণ বিষয়ে ব্যাপকভাবে হস্তক্ষেপ, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের লঙ্ঘন। পাশাপাশি,  জাতিসংঘের আন্তর্জাতিক ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলেছে দেশটি। চীন এর আগে বহুবার বলেছে যে, সিনচিয়াং ইস্যু সম্পূর্ণ চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার কোন অধিকার নেই। যুক্তরাষ্ট্র অন্যায় করলে চীন দৃঢ়ভাবে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)