লিথুয়ানিয়ার উচিত চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের সমস্যা সমাধান করা: বেইজিং
2021-12-22 23:50:17

ডিসেম্বর ২২: লিথুয়ানিয়ার উচিত সঠিকভাবে চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের সমস্যা সমাধান করা এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সম্প্রতি লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে বলেন, তিনি সমমনা দেশগুলোর সঙ্গে তথাকথিত ‘চীনের বাধ্যতামূলক কূটনৈতিক ও অর্থনৈতিক আচরণ’ প্রতিরোধ করতে চান।

এ বিষয়ে চীনা মুখপাত্র বলেন, বর্তমানে চীন-লিথুয়ানিয়া সম্পর্ক গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর দায় সম্পূর্ণ লিথুয়ানিয়ার। চীন লিথুয়ানিয়ার সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ করেনি; সংশ্লিষ্ট অভিযোগ সত্য নয়। যদি কিছু পণ্য চীনে রপ্তানির সময় প্রযুক্তিগত সমস্যা হয়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে চীনা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারে।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত একটি ন্যায্যতা রক্ষা করা এবং বিভেদের বীজ বপন না করা।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)