রুশ সশস্ত্র বাহিনীর উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে: পুতিন
2021-12-22 23:47:37

ডিসেম্বর ২২: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (মঙ্গলবার) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বর্ধিত সভায় বলেছেন, রাশিয়া তার সশস্ত্র বাহিনীকে পদ্ধতিগতভাবে এগিয়ে নিয়ে যাবে, এমনকি পশ্চিমা দেশগুলো রাশিয়াকে আনুষ্ঠানিক নিরাপত্তার নিশ্চয়তা দিলেও তা বিশ্বাসযোগ্য নয়।

পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়া সীমান্তের কাছে বড় আকারের মহড়া চালানোর জন্য সেনা জড়ো করেছে, এই পরিস্থিতি উদ্বেগজনক। যুক্তরাষ্ট্র নিরাপত্তার নিশ্চয়তা সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব দিয়েছে। তবে, এটি আনুষ্ঠানিক ও আইনগত নিরাপত্তা দিলেও, তা সম্পূর্ণ  বিশ্বাসযোগ্য নয়।

পুতিন জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো অব্যাহতভাবে আগ্রাসন চালালে, রাশিয়া পাল্টা সামরিক ব্যবস্থা নেবে। যারা বন্ধুত্বপূর্ণ আচরণ করে না, তাদের ওপর কঠোর প্রতিক্রিয়া দেখাবে রাশিয়া।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)