‘ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা’ চলাকালে পরিবহন খাত উন্নয়নে চীনে ৭.৫ ট্রিলিয়ন ইউয়ান অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে
2021-12-22 23:47:06

ডিসেম্বর ২২: চীনের রাষ্ট্রীয় পরিষদের পরিবহন-সংক্রান্ত অর্থ বিতরণ ও ব্যবহারের অবস্থা রিপোর্ট গতকাল (মঙ্গলবার) ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ৩২তম অধিবেশনে যাচাই করা হয়েছে। রিপোর্টে বলা হয়, ‘ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনার’ আওতায় পরিবহন-ব্যবস্থা উন্নয়নে চীনে মোট ৭.৫ ট্রিলিয়ন ইউয়ান অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

পরিসংখ্যানে বলা হয়, ‘ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা’ চলাকালে গোটা চীনে সড়ক, রেলপথ, বেসামরিক বিমানচালনা ও নৌ পরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে যথাক্রমে ৫.৬৯, ১.১৬, ০.৩৯ ও ০.২৩ ট্রিলিয়ন ইউয়ান বরাদ্দ দেওয়া হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়, কাজের অভিজ্ঞতা ও কার্যকারিতার পাশাপাশি আমাদের সচেতন থাকা দরকার যে, পরিবহন খাতের শক্তিশালী দেশ গঠনের লক্ষ্যের তুলনায় সংশ্লিষ্ট খাতের আর্থিক সহায়তার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। পরবর্তীতে পরিবহন খাতের অর্থ নিশ্চয়তা-ব্যবস্থা সম্পূর্ণ করতে হবে এবং পরিবহন-কাঠামো সুবিন্যস্ত করতে হবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)