সফলভাবে চাঁদের মাটির নমুনা সংগ্রহ করেছে ‘ছাং এ-৫’
2020-12-03 14:45:13

ডিসেম্বর ৩: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বেইজিং সময় গতকাল (বুধবার) ভোর চারটা ৫৩ মিনিটে  চীনের চন্দ্র অনুসন্ধান যান ‘ছাং এ-৫’ চাঁদে ড্রিল করে মাটির নমুনা সংগ্রহের কাজ সুসম্পন্ন করেছে। বর্তমানে পরিকল্পনা অনুযায়ী যানটি চন্দ্রপৃষ্ঠের নুড়ি ও পাথর সংগ্রহ করছে।

 

গত পয়লা ডিসেম্বর রাতে ‘ছাং এ-৫’ সাফল্যের সঙ্গে পূর্ব নির্ধারিত চন্দ্রের অঞ্চলে অবতরণ করে। পরের দুদিন ধরে চন্দ্রযানটি  মাটি সংগ্রহের কাজ করছে। ‘ছাং এ-৫’ ড্রিল করে চন্দ্রপৃষ্ঠ থেকে মাটি ও পাথরের নমুনা সংগ্রহের দায়িত্ব পালন করছে। চীনের এ চন্দ্রযানটি মোট ২ কেজি মাটি ও পাথর সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে।

 

চীনের মহাকাশ ব্যুরোর চন্দ্র অনুসন্ধান ও মহাকাশ প্রকল্প কেন্দ্রের উপমহাসচিব ওয়াং ছিং বলেন,“প্রথমে ড্রিল করে নমুনা সংগ্রহ করে তা প্রাথমিকভাবে সিল করা হয়। তারপর ওই নমুনা সিলযুক্ত পাত্রে রাখা হয়। তবে সে সময় চুড়ান্ত সিল দেওয়া হবে না। কারণ আমরা বেশ কয়েকবার চন্দ্রপৃষ্ঠের নমুনা সংগ্রহ করেছি। সেসব নমুনাও ওই সিলযুক্ত পাত্রে রাখা হবে। অবশেষে সে পাত্রটি পুরোপুরি সিল করে দেওয়া হবে। ওয়াং ছিং বলেন,  এবারে চন্দ্রপৃষ্ঠের নমুনা সংগ্রহ করতে ২০ ঘন্টা সময় লেগেছে। ড্রিল করে নমুনা সংগ্রহ করার কারণে অন্যবারের তুলনায় এবার কিছুটা অতিরিক্ত সময় লেগেছে”।

ওয়াং ছিং বলেন,“আমাদের নির্ধারিত গভীরতায় ড্রিল করতে হয়।  সে গভীরতায় পৌঁছলে ড্রিল করার কাজ শেষ হয়। এ প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখা যায়। তবে চন্দ্রপৃষ্ঠে নমুনা সংগ্রহ করতে রোবটিক বাহু ব্যবহৃত হয়। এটাই চীনের শেষ অভিযান নয়। দেশটি চন্দ্রপৃষ্ঠ থেকে আরও প্রায় দশাধিক বার নমুনা সংগ্রহ করবে। মাটির নমুনা সংগ্রহ করা দেখতে সহজ হলেও আসলে কাজটি অনেক কঠিন। ‘ছাং এ-৫’ এর সংগ্রহ করা নমুনা চাঁদের গঠনসহ নানা গবেষণায় ব্যবহৃত হবে। তাই নমুনার গবেষণার বরাদ্ধ ও যোগ্যতা আরও উন্নত করতে হবে”।

 

চীনের মহাকাশ প্রযুক্তি গ্রুপের ‘ছাং এ-৫’ অনুসন্ধানযান সিস্টেমের ডেপুটি চিফ ডিজাইনার পেং চিং বলেন,“একক পদ্ধতিতে নমুনার প্রকার, ও পরিমাণ সীমাবদ্ধ। তাই আমরা দু’পদ্ধতিতে নমুনা সংগ্রহ করছি, যাতে আরও বেশি প্রকার ও পরিমাণ নমুনা সংগ্রহ করা যায়। তাছাড়া আমাদের অনুসন্ধানযান একবারই ব্যবহৃত হয়। একে মেরামত করা সম্ভব নয়। আমাদের নির্ধারিত লক্ষ্য বাস্তবায়ন নিশ্চিত করতে দু’পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এর একটি বিশেষ সুবিধা হলো, যদি আমাদের যানটি একটি অপ্রত্যাশিত অবস্থায় পড়ে বা কোন সরঞ্জাম নষ্ট হয়, তাহলে অন্য একটি পদ্ধতি সঠিক বিকল্প হিসেবে কাজ করতে পারবে”।

 

নমুনা সংগ্রহ ও সিল দেওয়া শেষ করে ‘ছাং-এ-৫’ চীনের ইনার মঙ্গোলিয়ার সিচি ওয়াং ছিং অঞ্চলে ফিরে আসবে।

(রুবি/এনাম/শিশির)