v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বিদেশী তথ্য মাধ্যম নয়া চীনের সাফল্যের প্রশংসা করেছে
2009-10-03 19:23:41

সম্প্রতি আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স, মালয়েশিয়া ও কোটে ডি-ভাসহ অনেক দেশের সংবাদ পত্রে নয়া চীন প্রতিষ্ঠার ৬০ বছরে অর্জিত উজ্জ্বল সাফল্যের প্রশংসা করে নানা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

আফগানিস্তানের বৃহত্তম ইংরেজী পত্রিকা 'অবজারভেশনসে' ৩ অক্টোবরে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীন ৬০ বছর ধরে অর্থনীতির দ্রুত ও স্থিতিশীল প্রবৃদ্ধি বাস্তবায়ন করেছে এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সত্তার অন্যতমে পরিণত হয়েছে। এমন সাফল্য অন্য কোন দেশ এক শতাব্দীতেও অর্জন করতে পারে নি।

যুক্তরাষ্ট্রের 'চাইনিজ বিজনেস নিউসে' ২ অক্টোবর প্রকাশিত এক ভাষ্যে বলা হয়েছে, গত ৬০ বছরে চীনা জনগণ অনুসন্ধান ও সংস্কারের মধ্যে চলে এসেছে। তারা অনেক শিল্পোন্নত দেশের কয়েক'শ বছরের প্রক্রিয়া অতিক্রম করেছেন। ভবিষ্যতে চীনা জাতি মহান পুনরুত্থানের নতুন পথে এগিয়ে যাবেন।

বৃটেনের 'ফিন্যান্সিয়াল টাইমস' পত্রিকার ২ অক্টোবর প্রকাশিত ভাষ্যে বলা হয়েছে, চীন গণ প্রজাতন্ত্রের মর্যাদা দিন দিন বাড়ছে। ৬০ বছর আগে কেউ বিশ্বাস করতো না যে, চীনের কমিউনিস্ট পার্টি এমন উজ্জ্বল সাফল্য অর্জন করতে পারবে। সংস্কার ও উন্মুক্তকরণের মাধ্যমে চীনের বিরাট সুপ্ত শক্তি প্রতিফলিত হয়েছে।

মালয়েশিয়ার বৃহত্তম চীনা ভাষার দৈনিক পত্রিকার 'সিনচৌ ডেলি' ২ অক্টোবরের বলেছে, চীনের সাফল্য, বিশেষ করে বিশ্ব আর্থিক সংকট মোকাবিলায় চীনের প্রদর্শিত অর্থনৈতিক সামর্থ্য বিভিন্ন দেশের ভূয়সী প্রশংসা পেয়েছে।

ফ্রান্সের 'ইউরোপ টাইমস' পত্রিকা ২ অক্টোবর এক প্রবন্ধে বলা হয়েছে, 'চীনের পথ' 'চীনের বিস্ময়' সৃষ্টি করেছে। চীনের পথের পিছনে চীনের ঐতিহ্যিক সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতির সাংমিশ্রিত নতুন সংস্কৃতি রয়েছে। সংকটে পড়া বিশ্বের কাছে চীন নতুন মূল্যবোধ সূচক দিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China