v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বারো মাসের সুর
2009-08-18 19:42:57
'বারো মাসের সুর' নামে গানটি হচ্ছে চীনের কুয়াংশি প্রদেশের একটি লোকসংগীত। গানে কৃষি কাজের সময় তরুণ তরুণীদের মধ্যে প্রতিষ্ঠিত আন্তরিক আবেগের কথা বর্ণনা করা হয়েছে। গানের কথা এমন, 'বসন্তকালে বৃষ্টি পড়লে জমি চাষের জন্য ভালো হয়। ভাই জমিতে বীজ বপণ করেন আর বোন গান গেয়ে সাহায্য করেন।'

এখন আপনারা চীনের সামরিক কণ্ঠশিল্পী চাও চিং  এর গাওয়া 'বারো মাসের সুর' নামে চীনের লোক সংগীত শুনছেন।

চাও চিং হচ্ছেন চীনের গণ মুক্তি ফৌজের সাধারণ রাজনৈতিক বিভাগের নৃত্য গীত দলের একজন কণ্ঠশিল্পী। গত শতাব্দীর ৭০'র দশক থেকে তিনি চীনের লোকসংগীত গাওয়ার ধারাবাহিত প্রশিক্ষণ নিয়েছেন। কঠোর প্রশিক্ষণ তাঁর শিল্পী হওয়ার মজবুত ভিত্তি স্থাপিত হয়েছে।

বহু বছরের বাস্তব অনুশীলনে চাও চিং গভীরভাবে চীনের লোকসংগীতের মাটিতে ভিত্তি স্থাপনের পাশাপাশি পশ্চিমা গীতিনাট্যের শৈলীও গ্রহণ করে তাঁর গানের মধ্যে নিখুঁতভাবে মিশ্র করেন এবং নিজের বৈশিষ্ট্যপূর্ণ প্রথা গড়ে তুলেন। উল্লেখ করা যেতে পারে যে, বিংশ শতাব্দীতে চীনের সর্বোত্কৃষ্ট সংগীতানুষ্ঠানে তাঁর গাওয়া গীতিনাট্যের অংশ বিশেষ সংগীত মহলের ভূয়সী প্রশংসা পেয়ে অত্যান্ত সাফল্য অর্জন করেছেন।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China