v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
উত্তর-পূর্ব চীনে ভারতীয় সংবাদদাতা ক্লিটাসের অনুভূতি
2009-08-05 00:02:34

১৬ থেকে ২৭ জুলাই পর্যন্ত,সি আর আই তামিল বিভাগের এন্থোনি ক্লিটাস ২২ জন সহকর্মীর সঙ্গে চীনের উত্তর-পুর্ব অঞ্চলের লিয়াও নিং ও চি লিন প্রদেশে গিয়ে সাক্ষাতকার নিয়েছেন।এটি চীন আন্তর্জাতিক বেতারের সীমান্ত এলাকা অভিযাত্রার প্রথম দল।

ক্লিটাস বলেন, আমার পক্ষে চীনের সীমান্ত শহরে গিয়ে সাক্ষাতকার নেয়া এটাই প্রথম।আমার সবচেয়ে হৃদয়গ্রাহী দৃশ্য হল,সীমান্তের ছোট শহর হুই ছুনের একটি ১০ ইঞ্চি চওড়া রাস্তায় দাঁড়ি হয়, আমি দেখতে পাই এ রাস্তার অন্য দিকে রাশিয়া এবং উত্তর কোরিয়ার সীমান্ত।আরো দৃশ্য আছে, একটি সীমান্ত চৌকিতে আমরা পৌঁছি,সে চৌকিতে চীন, উত্তর কোরিয়া ও রাশিয়া সবাই মিলিত হয়েছে। এ এক বিদেশীর জন্য খুব চমত্কার দৃশ্য।

চি লিন প্রদেশের ইয়ান পিয়েন কোরিয়ার জাতি স্বায়ত্তশাসিত বিভাগে স্থানীয় কর্মকর্তা ও সাধারণ মানুষ আমাদের সাক্ষাতকার দলকে স্বাগতম জানিয়েছেন।ওখানে আমরা কোরিয়া জাতির মানুষের মধ্যে ব্যাপক উত্সাহ লক্ষ্য করেছি,কোরিয়া জাতির অদ্বিতীয় দৃষ্টিভঙ্গী উপলব্ধি করেছি এবং স্থানীয় মজাদর খাবারের স্বাদ গ্রহণ করেছি।

চি লিন প্রদেশে সাক্ষাতকার অভিযান সুন্ধুভাবে চলেছে। চি লিন প্রদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা আমাদের জন্য এ দেশের অর্থনীতি,সমাজ ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ব্যাখ্যা করেছেন,আমাদের প্রশ্নের গভীরভাবে উত্তর দিয়েছেন। এতে আমরা এ বড় প্রদেশ সম্পর্কে আরো বেশি জানতে পেরেছি।পাশাপাশি স্থানীয় তথ্যমাধ্যমও আমাদের সীমান্ত এলাকা অভিযাত্রা দলকে বেশি উত্সাহ প্রদান করেছে।৩ জন বিদেশীর অন্যতম হিসেবে,আমিও গর্ব নিয়ে তাঁদের সাক্ষাতকার গ্রহণ করেছি।

আমরা গাড়ি চালিয়ে পেইচিং থেকে উত্তর-পূর্ব অঞ্চলে পৌঁছেছি।আমরা ক্লান্তি বোধ করেছি,তবুও এ ভ্রমন আমাদের অভিজ্ঞতা যে বিমান যোগে পেতাম তার চেয়ে বেশি পেয়েছি।পথে আমরা প্রশস্ত রাস্তায় চলেছি এবং পথের দুই দিকে সবাই বড় বড় সবুজ লাগাসো গাছ রয়েছে।বেশ দূরে একটি পর একটি পাহাড় ও প্রায়ই দেখা যায় নদী।চোখের সবুজ প্রমান করে যে, উত্তর-পূর্ব অঞ্চলের মানুষ অর্থনৈতিক উন্নয়ণের পাশাপাশি পরিবেশও ভালভাবে রক্ষা করছেন। (লিউ পিং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China