v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
অসীম আশা এখান থেকে শুরু
2009-08-03 16:37:25

২১ জুলাই উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের ইয়ান পিয়ান কোরিয় জাতি স্বায়ত্তশাসিত বিভাগে আমাদের সফর অব্যাহত ছিল । ইয়ুন ছুন শহর ত্যাগ করে থুমেন শহরের মধ্য দিয়ে পশ্চিম দিকে দু' ঘন্টা চলার পর আমরা এ বিভাগের দক্ষিণাঞ্চলের হে লুং শহরের আশা কল্যাণসদনে এসেছি ।

এখানকার কোরীয় জাতির অধিবাসী লি ওয়েন চে ১৯৭৪ সালে এ কল্যাণসদন প্রতিষ্ঠা করেন । এ কল্যাণসদন বহু বাবামা হারানো অনাথ , দরিদ্র ছেলেমেয়ে ও ভবঘুর সন্তানদের বাড়ি । গত ৩৫ বছরে এ বড় পরিবারের কর্তা লি ওয়েন চিয়ে দেড় শ' ছেলেমেয়েকে লালনপালন করেছেন । তাদের মধ্যে রয়েছে কোরীয় জাতি , হান জাতি ও অন্য সংখ্যালঘু জাতির সন্তান । তিনি তাদের সবাইকে অপরিসীম স্নেহ মমতা দিয়েছেন ।

এ আশা কল্যাণসদনে একজন কোরীয় জাতির মেয়ে ছুই লি হুয়ার সংগে আমার দেখা হলো । তার বয়স ১৯ বছর । সে একটি উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করে । আমি অসাবলীল চীনা ভাষায় তার সংগে কুশল বিনিময় করলাম । উত্তরে সে ইংরেজীতে বলল , আমরা ইংরেজীতে আলাপ করতে পারি । তাই আমি চীনা ভাষায় তার সংগে কথাবার্তা বলতে শুরু করলাম । লি হুয়া আমাকে বলল , স্কুলে তার পড়ার সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে ইংরেজী । তার এ কথার মথ্য দিয়ে আমি ইংরেজীতে তার ভালো দখরের কারণ বুঝতে পারলাম । লি হুয়া বলল , উচ্চ মাধ্যমিক স্কুল থেকে স্নাতক হওয়ার পর সে বিদেশী ভাষা বিদ্যালয়ে গিয়ে আরো লেখাপড়া করতে চায় , যাতে ভবিষ্যতে সে অনুবাদের কাজ করতে পারে । তার মানসম্মত ইংরেজী , সুদক্ষ মাতৃভাষা কোরীয় ভাষা , চীনা ভাষা এবং কিছুদিন আগে শুরু করা জাপানী ভাষা শেখার সুবাদে আমার মনে হয় , শুধু চীনে কেনে , এশিয়ার যে কোনো দেশে গেলে সে অনেককিছু করতে পারবে । লি হুয়া বলল , চীনের কেন্দ্রীয় টিলিভিশন কেন্দ্রের প্রচারিত প্রতিদিনের "যুক্ত সংবাদ" অনুষ্ঠান তার কাছে খুবই প্রিয় । এর কারণ ব্যাখ্যা করে সে বলল , বিদেশী ভাষা শেখার পাশাপাশি আরো অন্যান্য ক্ষেত্রের জ্ঞানার্জন করা দরকার । আর জ্ঞানার্জনের উত্তম উপায় হচ্ছে যুক্ত সংবাদ অনুষ্ঠান শোনা । তার এ কথা শুনে আমি ভাবতে লাগলাম , তার মত বয়সী জাপানী ছাত্রীরা লি হুয়ার কথা শুনে তাদের অনুভূতি কি হবে । তবে এ বয়সের চীনা মেয়ের মত লি হুয়াও দক্ষিণ কোরিয়ার টিভি নাটক দেখতে পছন্দ করে ।

যদিও লি হুয়া নিজের ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে খুবই সচেতন , তারপরও ছোটবেলা থেকে বাবামা হারানো লি হুয়া নিজের ভবিষ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করল । এমন কি সে খুব চিন্তিত যে , আগামীদিনগুলোতে সে একটি ভালো চাকরী পেতে পারবে কি না । তার চিন্তা হচ্ছ , তার অনাথের পটভূমিকা তার কর্মসংস্থানের ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে কি না । তার এ কথা শুনে আমিও নিশ্চুপ হয়ে গেলাম । একটু চিন্তেভেবে আমি বললাম , যদিও এখন অনেকে কর্মসংস্থানের সম্মুখীন হচ্ছে , তবুও তুমি অবিচল থাকলে নিশ্চয় সব ধরণের বাধা বিপত্তি অতিক্রম করতে পারবে । তোমার চিন্তিত ব্যাক্তিগত সমস্যার ওপর কেউই নজর দেবে না । আমি জানি না , আমার কথা সে ঠিক বুঝতে পেরেছে কি না । তবে আমি সত্যি সত্যিই তাকে বিশ্বাস করি । আমি আন্তরিকভাবে তার সুখ-স্বাচ্ছন্দ কামনা করি ।

এ আশা কল্যাণসদনের টাংগানো একটি শ্লোগানে লেখা আছে : অসীম আশা এখান থেকে শুরু । শিক্ষাই হচ্ছে সুন্দর ভবিষ্যতের দিকে ধাবিত একটি পাস । নিজের এ স্বপ্ন ধরে রাখার জন্যে লি হুয়া অধ্যাবসায়ের সংগে লেখাপড়া করছে । এ বিশেষ বড় পরিবারে আমরা দেখতে পাচ্ছি , আরো অনেক ছেলেমেয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে । এ কল্যাণসদনের পরিচালক লি ওয়েন চিয়ে ছেলেমেয়েদের শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দেখেন । এ কল্যাণসদনের শিক্ষাগত অবস্থা উন্নত করার জন্যে তিনি সর্বশক্তি নিয়োগ করেন । এখন তার সন্তানদের মধ্যে কেউ কেউ বিশ্ববিদ্যায়ে পড়াশোনা করছে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China